উলিপুর পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত
কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মামুন সরকার মিঠু নৌকা প্রতীকে ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আজ মনিবার দিনভর ভোট শেষে রাতে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হায়দার আলী মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন সাত হাজার ৪১৩ ভোট। এ ছাড়া হাতপাখা মার্কায় ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ হাফেজ আতাউর রহমান পেয়েছেন তিন হাজার ৫২৮ ভোট।
আজ তৃতীয় দফায় কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দেন।
এই পৌরসভায় ১৮টি ভোটকেন্দ্রে ১১৩টি বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৯১৫ জন।
নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।