প্রথম পর্বেই সাড়া ফেলেছে ‘হাউস নং ৯৬’
ধামাকা দিয়েই যাত্রা শুরু করল এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে।
নতুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে গত বুধবার (৩ ফেব্রুয়ারি)। আর প্রথম পর্বেই সাড়া ফেলেছে নাটকটি। এনটিভির পর্দার বাইরে ‘হাউস নং ৯৬’ অন্তর্জালেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। যার প্রমাণ এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব প্রচারিত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই দেখেছেন প্রায় ছয় লাখ দর্শক। আর দ্বিতীয় পর্বও প্রচারের পর একইভাবে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া এনটিভির ফেসবুক পেজেও নাটকটির শর্ট ক্লিপের দর্শক লক্ষাধিক।
শুধুই তা-ই নয়, ‘হাউস নং ৯৬’ ধারাবাহিকটির প্রথম পর্ব ইউটিউবে পছন্দ করেছেন ৩১ হাজারেও বেশি দর্শক। মন্তব্য জানিয়েছেন দুই হাজারের বেশিজন। সেই মন্তব্যের ঘরে আবির মাহমুদ সাগর নামের এক দর্শক লিখেছেন, ‘গল্পটা ভালোই লাগছে, আশা করি নেক্সট এপিসোড আরো ভালো হবে! কিটো ভাই, রাজ ব্রো তাদের জন্য সবগুলো এপিসোড দেখব।’ অমিতা শীল নামের আরো একজন লিখেছেন, ‘ভালোই হবে বলে মনে হচ্ছে। কমেডি ধাঁচের নাটক সবসময় ভালো লাগে। নিশোর অভিনয় ভালো লাগে।’
প্রথম পর্ব থেকেই ধারাবাহিকটির এমন সফলতা প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি আজ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম পর্বে এতটা সাড়া পাব আমরা আশা করেনি। দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁদের এই ভালোবাসার জন্য আমাদের দায়িত্ব বেড়ে গেল। আমাদের সঙ্গে থাকুন আগামীতে আরো চমক আসছে এই ধারাবাহিকে।’
শুরু থেকেই ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এর এমন সফলতা প্রসঙ্গে এনটিভির অনুষ্ঠান মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘বেশ কিছু কারণে ধারাবাহিকটি শুরুতেই এমন সফলতা পেয়েছে বলে আমি মনে করি। যার মধ্যে আছে নাটকটির গল্প। গতানুগতিক গল্পের বাইরে এখানে ঢাকার এক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের গল্প দেখানো হচ্ছে। যে গল্পটা দর্শক নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে। এর বাইরে দর্শক চাহিদার কথা মাথায় রেখে তারকা অভিনেতা-অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন। যেসব তারকারা বর্তমানে ধারাবাহিক নাটকে অভিনয় করেন না তাঁদেরও আমরা যুক্ত করেছি এখানে। এটাও একটা অন্যতম কারণ শুরুতে জনপ্রিয়তার। এ ছাড়া নির্মাতা মাহমুদুর রহমান হিমির প্রথম ধারাবাহিক এটা, সে বর্তমানের সময়ে আলোচিত একজন তরুণ পরিচালক। সব মিলিয়ে ভিন্ন ধারার গল্পের ধারাবাহিক, পছন্দের অভিনেতা আর পরিচালকের জন্যই শুরুতেই এমন সফলতা।’
ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। পর্যায়ক্রমে ধারাবাহিক নাটকটিতে দেশের জনপ্রিয় তারকাদের দেখা মিলবে বিভিন্ন চরিত্রে। সেই ধারাবাহিকতায় শুরুতে ‘হাউস নং ৯৬’-তে যুক্ত হয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এ ছাড়া যুক্ত হয়েছেন কচি খন্দকার, ফারিয়া শাহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।