শততম টেস্টে জো রুটের অনন্য ইতিহাস
কিছুদিন আগেও জো রুটের পারফরম্যান্স নিয়ে চুলছেড়া বিশ্লেষণ হচ্ছিল। ইংলিশ অধিনায়ক নিজেও ঠিকঠাক মেলে ধরতে পারছিলেন না। তবে কঠিন সময় খুব দ্রুতই পার করেছেন তিনি। তুমুল ফর্মে ফিরেছেন রুট। যার ধারাবাহিকতা ধরে রেখেছেন নিজের শততম টেস্টেও। নিজের ১০০তম টেস্টে ডাবল সেঞ্চুরি ইতিহাস গড়লেন এই ইংলিশ তারকা। একই সঙ্গে টানা তিন টেস্টে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন এই ক্রিকেটার।
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আট উইকেটে ৫৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল ইংল্যান্ড।
ম্যাচটি ছিল জো রুটের শততম ম্যাচ। ২০১২ সালের ডিসেম্বরে ভারতের নাগপুরে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ইংলিশ ক্রিকেটার জো রুটের। নিজের অভিষেক টেস্টের পর এবার শততম টেস্টটিও ভারতের মাটিতেই খেলছেন এই ইংলিশ তারকা। বিশেষ ম্যাচ রাঙিয়েছেন ডাবল সেঞ্চুরি দিয়ে। সবশেষ তিন ম্যাচে ইংলিশ অধিনায়কের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এটি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করেন ২২৮ রান। এরপরের ম্যাচে করেন ১৮৬ রান।
এবার চেন্নাই টেস্টে করলেন ২১৮ রান। ডাবল সেঞ্চুরি করতে রুটের লেগেছে ৩৪১ বল। ডাবল সেঞ্চুরিটি সাজানো ছিল ১৯ বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে। সব মিলিয়ে ২১৮ রান করতে রুট খেলেছেন ৩৭৭ বল, সময় লেগেছে ৩৭৭ মিনিট।
রুটের আগে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন বিশ্বের আটজন ব্যাটসম্যান। তাঁরা হলেন– কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (দুই ইনিংসেই), গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। কিন্তু নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পাননি কেউ। সেই রেকর্ডেই প্রথম নাম লিখিয়েছেন রুট। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ড তারকা।