ঢাবির উপাচার্যসহ ২০ শিক্ষক করোনার টিকা নিচ্ছেন কাল
করোনাভাইরাসের টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০ জন শিক্ষক। আগামীকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁরা এই টিকা নেবেন।
আজ শনিবার বিকেল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শিক্ষকদের মধ্যে রয়েছেন— উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দিবা হোসেন, অধ্যাপক হুমায়ুন কবিরসহ প্রমুখ।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘পুরো বিশ্ব ভ্যাকসিনেশনের আওতায় যাচ্ছে, আমাদেরও যেতে হবে ৷ ব্যক্তি, সমাজ ও জাতির সুরক্ষা অবশ্যই প্রয়োজন। ধাপে ধাপে সবাই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। তবে আমরা সরকারের কাছে প্রত্যাশা করব, আমাদের সব শিক্ষার্থীকে যেন অতি দ্রুত ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আনা হয়।’ এ সময় যথা সময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান উপাচার্য।