টিকা নিলেন প্রধান বিচারপতি
করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন তিনি।
টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, 'আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।'
প্রধান বিচারপতি বলেন, 'আমরা দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত বিচারপতি টিকা নিয়েছি। হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতিও টিকা নিয়েছেন। সুতরাং আমি দেশবাসীকে বলব, সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করেন এবং টিকা গ্রহণ করেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।
আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারা দেশে ব্যাপকহারে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।