চট্টগ্রামে ভারতীয় জুয়াড়ি সন্দেহে গ্রেপ্তার তিনজন রিমান্ডে
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালে জুয়াড়ি সন্দেহে গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
তাঁরা হলেন- সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানি ম্যাগু (৩২)। তাঁরা ভারতীয় নাগরিক হিসেবে জানালেও তাঁদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের সাত দিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইউএনবির খবরে জানা গেছে, গত শনিবার দুপুরে নগরীর সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিনজনকে আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা। পরে তাঁদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রোববার বিসিবির সুপারভাইজার আরেফিন হোসাইন তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্সের দানবীয় ইনিংসে ভর করে স্বাগতিকদের তিনি উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
কাইল মায়ার্স ২০টি চার ও সাতটি ছক্কায় ২১০ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া এনক্রুমা বোনার করেন ৮৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত শনিবার প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১১০ রান করে। গতকাল শেষ দিনে এই ম্যাচটি জিততে সফরকারীদের প্রয়োজন ছিল ২৮৫ রান। অন্যদিকে সাত উইকেট নিলেই দুই ম্যাচের সিরিজে এগিয়ে যেত টাইগাররা।
চতুর্থ দিন শেষে এনক্রুমা বোনার ও কাইল মায়ার্স যথাক্রমে ১৫ ও ৩৭ রানে অপরাজিত ছিলেন। গতকাল শেষ দিনে এই জুটিই যেন বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। ২১৬ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন এই দুই ব্যাটসম্যান। ৫৯ রানে
তিন উইকেট হারানো সফরকারীরা চতুর্থ উইকেট হারায় ২৭৫ রানে। বোনার ৮৬ রানে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো মায়ার্স। তুলে নেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ চারটি উইকেট লাভ করেন। এ ছাড়া তাইজুল দুটি ও নাঈম একটি উইকেট পান।