কুষ্টিয়ার পুলিশ সুপারকে বরিশালে বদলি
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার বাংলাদেশ পুলিশের ২৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার এসপি এস এম তানভীর আরাফাতকে বরিশাল মহানগরী পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সময় আলোচনায় আসেন পুলিশ সুপার তানভীর আরাফাত। তিনি নির্বাচনি দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্বব্যবহার করেন। পরে বিষয়টি অভিযোগ হিসেবে সুপ্রিম কোর্টে আসে। ওই ম্যাজিস্ট্রেট নিজেই এ অভিযোগ করেন।
এই পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি এসপিকে সশরীরে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে ব্যাখ্যা চান আদালত।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চান পুলিশ সুপার তানভীর আরাফাত।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগরের উপকমিশনার মো. হামিদুল আলমকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে সিআইডির অতিরিক্ত আইজিপি কার্যালয়ে বদলি করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে অতিরিক্ত আইজিপির (সিআইডি) কার্যালয়ে বদলি করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে রাজধানী ঢাকার উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
গাজীপুর মহানগরীর উপকমিশনার কে এম আরিফুল হককে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা সিআইডির পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগরীর উপকমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বরিশাল মহানগরীর উপকমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
রংপুর মহানগরীর সিআইডির এসপি মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির মহালছড়িতে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।