ঢাকায় আর ভুল করতে চায় না বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম চারদিনই আধিপত্য ছিল বাংলাদেশের। শেষ দিনেও সুযোগ এসেছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু নিজেদের করা ছোট ছোট ভুলে সেটা সম্ভব হয়নি। ফলে হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে তিন উইকেটে। চট্টগ্রামের ভুল ঢাকা টেস্টে করতে চায় না বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যেয় নিয়ে এমনটাই জানালেন দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ।
আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরই মধ্যে চট্টগ্রামে প্রথম ম্যাচে তিন উইকেটের জয় নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই এই ম্যাচটিতে জিতে সিরিজে ফিরতে চাইবে স্বাগতিকরা।
এ ব্যাপারে মিরাজ বলেন, ‘আমরা চিন্তাও করতে পারিনি ওরা এতো ভালো ব্যাটিং করবে। প্রত্যাশার বাইরে অনেক ভালো ক্রিকেট খেলেছে ওরা। একটা দিন ওরা ভালো ক্রিকেট খেলেছে, এজন্য ওরা জিতেছে। কিন্তু চারটা দিনই আমরা আধিপত্য করেছি, ভালো ক্রিকেট খেলেছি।’
এরপর এই অফ স্পিনার বলেন, ‘তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে, হয়তো আমি বা নাঈম (হাসান) যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো ওদের আরও একটা উইকেট পড়ার সুযোগ তৈরি হতেও পারত। ওরা হয়তো দারুণ ব্যাটিং করেছে দুই সেশনে। আমরা যদি চান্সগুলো নিতে পারতাম, তাহলে হয়তো (ফল) আমাদের পক্ষেই থাকত। এক-দুইটা উইকেটই অনেক জরুরি ছিল। তাহলে পরের ব্যাটসম্যানের জন্য অত ইজি হতো না খেলাটা। আমরা ভুল করে গেছি, চেষ্টা করব যেসব ভুল করেছি, সেগুলো যেন পরের ম্যাচে (ঢাকা টেস্টে) না করি।’