মঙ্গলবার হরতালের ডাক গণজাগরণ মঞ্চের
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) আধাবেলা হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে হরতাল আহ্বান করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মঙ্গলবার জেলহত্যা দিবস হওয়ায় সেদিন সকাল ৬টার আগে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানিয়ে হরতাল কর্মসূচি পালন শুরু করবে গণজাগরণ মঞ্চ।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে সরকারকে সময়ও বেঁধে দিয়েছে মঞ্চ। এই সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হলে হরতাল কর্মসূচি বিবেচনা করা হবে বলেও জানান ইমরান এইচ সরকার।
গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনী সংস্থার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে এই প্রকাশনীর কর্ণধার দীপনকে। এ ছাড়া একই দিন লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় প্রকাশনীটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, ব্লগার রণদীপম বসু ও লেখক তারেক রহিমকে।