মাটিরাঙ্গায় নির্বাচন ঘিরে সহিংসতায় ৫ জন আহত, আটক ৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন ঘিরে জালভোট ও বিভিন্ন সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় বিএনপির মেয়রপ্রার্থী শাহ জালাল কাজলের বড় ভাই নুরু নবীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগও করেছেন শাহ জালাল কাজল।
এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব ধলিয়া কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ সময় পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনকে আটক করা হয়।
অন্যদিকে, বেলা ১১টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল জালভোটের অভিযোগে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সকাল থেকে কঠোর নিরাপত্তায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল নারী-পুরুষের দীর্ঘ লাইন।
পৌরসভার সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। প্রত্যেক ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে পৌর এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল হক, বিএনপির শাহজালাল কাজল ও দলের মনোনয়ন না পেয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম (মোবাইল ফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে তিন প্রার্থীই আশাবাদী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিন পদের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অপর দুই পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাটিরাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৭৫ জন। সেখানে পুরুষ ও নারী ভোটার প্রায় সমান।