রাজধানীতে গ্রেপ্তার ৪০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আজ সোমবার ডিএমপির মুখপাত্র গণমাধ্যম ডিএমপিনিউজ এ তথ্য জানিয়েছে।
ডিএমপি নিউজ জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে আট হাজার ৫৩৬ পিস ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৬২৮ গ্রাম গাঁজা, ১৭৯ বোতল ফেনসিডিল ও নয় বোতল দেশি মদ উদ্ধার করে তা জব্দ করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অর্থাৎ যে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২৯টি মামলা করেছে।