বিশ্ব বেতার দিবসে জমেছিল মিলনমেলা
‘নতুন বিশ্ব নতুন বেতার’ স্লোগানকে উপজীব্য করে গত ১৩ ফেব্রুয়ারি আগারগাঁয়ে বাংলাদেশ বেতারের জাতীয় সম্প্রচার কেন্দ্র চত্বরে পালন করা হয় বিশ্ব বেতার দিবস-২০২১।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং তথ্যসচিব খাজা মিয়া। আর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান।
বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এবারের বিশ্ব বেতার দিবস পরিণত হয় ঘোষক-ঘোষিকা, শিল্পী-কলাকৌশলী, যন্ত্রী ও শ্রোতাদের প্রাণের উৎসবে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল চিরকুট। সেইসঙ্গে রেডিও অ্যানাউন্সারস ক্লাবের (র্যাংক) সদস্যরাও সংগীত পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে দক্ষতার সাক্ষর রাখেন। এ সময় নৃত্য পরিবেশন করে সবার নজর কাড়েন র্যাংকের সদস্য বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক দিনা আফসানা ও বৈশাখী।