তৃতীয়বার যে কীর্তি গড়লেন অশ্বিন
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৩ রানে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর সেঞ্চুরি করার রেকর্ড অশ্বিনের এই প্রথম নয়। এই নিয়ে তিনবার কীর্তি গড়েন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, এর আগে ২০১১ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৬ রান খরচায় পাঁচ উইকেট নেন অশ্বিন। ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসে ১০৩ রান করেন তিনি। ম্যাচটি ড্র হয়েছিল।
পরে ২০১৬ সালে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮৩ রান দিয়ে সাত উইকেট নেন অশ্বিন। ভারত ইনিংস ও ৯২ রানে ম্যাচটি জিতেছিল।
এক টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার রেকর্ড ইয়ান বোথামের দখলে সবচেয়ে বেশ। তিনি পাঁচবার এমন কীর্তি গেড়েছিলেন। এ ছাড়া গ্যারি সোবার্স, মুস্তাক মোহাম্মদ, জ্যাক কালিস ও শাকিব আল হাসান টেস্টে দুইবার করে এমন রেকর্ড গড়েন।
অশ্বিন ছাড়া ভারতের হয়ে এক টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করেছিলেন বিনু মানকড় ও পলি উমরিগড়। ১৯৫২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮৪ রান করার পাশাপাশি ১৯৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন মানকড়। উমরিগড় ১৯৬১-৬২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১৭২ রান করার পাশাপাশি ১০৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।