কুনিও হত্যা : দুই আসামি ফের কারাগারে
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিম শফিউল আলম ওই আদেশ দেন।
এর আগে আদালতে দুই আসামি রংপুর মহানগর বিএনপির নেতা রাশেদ উন নবী বিপ্লব ও হোশি কুনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরার জামিনের আবেদন করেন আইনজীবী আফতাব আহমেদ। আদালত সে আবেদন নামঞ্জুর করে দুজনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলায় পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন ১৬ নভেম্বর।
হোশি কুনিও হত্যা মামলায় শুরুতে বিপ্লবকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। কিন্তু চারদিন পর ১০ অক্টোবর রিমান্ড বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়। আর তিন দফায় ২৫ দিনের রিমান্ড শেষে ২৮ অক্টোবর কারাগারে পাঠানো হয় হীরাকে।
আজ সকালে এ দুজনকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়।
গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। ওই দিনই গ্রেপ্তার করা হয় রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী বিপ্লব ও হোশি কুনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরাকে।