এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না : সেলিম ওসমান
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আগামী দুই বছরে আমাদের এই এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। আমাদের এলাকায় শিক্ষার কোনো অভাব থাকবে না।’
সেলিম ওসমান বলেন, ‘আমাদের একটা ভবিষ্যৎ প্ল্যান আছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজগুলো সম্পন্ন করতে হবে।’
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নে উন্নয়নমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন।
ভবিষ্যতে নির্বাচনে আসা নিয়ে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘জানি না আমি বেঁচে থাকব, না মরে যাব। পরের একটা ধাপ রয়েছে আমি যাদের নাম বলেছি, তাদেরও এখন থেকে অগ্রসর হতে হবে। আমাদের সময় শেষ। যেকোনো মুহূর্তে চলে যেতে পারি। অথবা বয়সের কারণে হয়তো ভবিষ্যতে আর নির্বাচনে আসব না। যেহেতু এত বড় একটা গ্যাপ ছিল যার জন্য লাঙল আসে। আর লাঙল আসছিল দেখেই আজকে কিন্তু পর পর তিনবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পেরেছিলাম।’
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল।