রোগী দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যাংক কর্মকর্তা
নেত্রকোনায় ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আবু বক্কর সিদ্দিক (৩৬) নামের ওই ব্যক্তি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরি করতেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সুমন সাহা (৩৬) আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পারলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশি গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলার মদনপুর শাখা সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক এক রোগী নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ঝাউশি থেকে নেত্রকোনা হাসপাতালে আসছিলেন। পথে ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। একটি চলন্ত ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সুমন সাহাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে উপপরিদর্শক আব্দুল জলিল জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।