লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া পূর্ব বেওলা সিকদারপাড়ার রিনা আকতার (১৯) ও রামু উপজেলার পূর্ব জোয়ারিয়ানালা এলাকার এনজিওর কর্মী ছেনু আরা বেগম (২৮)।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) পার্থ সারথী হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী মারসা পরিবহণের সঙ্গে কংকরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারসা পরিবহণের যাত্রী ওই দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় একজন আহত হন। ট্রাকটি খাদে পড়ে যায়। বাস ও ট্রাকটি বর্তমানে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।