চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে একজন নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে পণ্যবাহী আলমসাধু উল্টে ফরিদ হোসেন নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আলমসাধুর চালক শরিফুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন (৪২) দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে এবং আলমসাধুর চালক শরিফুল ইসলাম (২৫) একই এলাকার নূর ইসলামের ছেলে।
বেগমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসলাম পারভেজ জানান, দর্শনা ইসলামপুর বাজারের জে এম এন্টারপ্রাইজের পণ্যবাহী আলমসাধু বেগমপুরে পৌঁছালে উল্টে যায়। এতে বিক্রয় প্রতিনিধি ফরিদ ও ওই গাড়ির চালক গুরুতর আহত হন।
তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই আসলাম।