প্রেস কাউন্সিলে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মশালা চলে।
কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম ছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী ও সৈয়দ ইশতিয়াক রেজা।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিকদের বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। নীতি নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।
কর্মশালায় সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘আমরা সাংবাদিকরা সঠিক তথ্য উপস্থাপনে ব্যর্থ হচ্ছি বলে মানুষের কাছে মিডিয়া বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দায়িত্বশীল হয়ে সাংবাদিকতা করতে হবে।’
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ওপর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সারা দেশ থেকে ৪০ জন সাংবাদিক অংশ নেন।