মাদারীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলায় পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামে এ ঘটনা দুটি ঘটে।
মৃত শিশুরা হলো রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশীর গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত (২) ও একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় (৭)।
পারিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে গ্রামপুলিশ গৌতম ভক্তের যমজ দুই ছেলে রিপন ভক্ত ও সুজন ভক্ত বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হঠাৎ দুই ভাই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু সুজনকে মৃত্যু ঘোষণা করেন। রিপনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই দিন বিকেলে একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাকে পুকুর থেকে উদ্ধার করে স্বজনরা। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার জানান, পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যুর সংবাদ শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। শোকাহত পরিবার দুইটিকে শান্তনা দিয়েছি।