২৯ পৌরসভায় ভোট চলছে, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
পঞ্চম ধাপে আজ রোববার ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে আজ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।
ঢাকার বাইরে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
আতিকুর রহমান সোহাগ, বগুড়া : বগুড়া পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে দেড় হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও দায়িত্বে রয়েছেন দেড় হাজার আনসার ভিডিপি সদস্য। রয়েছে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া সাতটি স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন ১৬ প্লাটুন বিজিবির সদস্য।
এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী মো. ওবায়দুল হাসান ববি (নৌকা), ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মতিন (তাল পাখা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (জগ)।
বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পৌরসভা হচ্ছে বগুড়া পৌরসভা। এই পৌরসভার মোট আয়তন ৭০ বর্গ কিলোমিটার। ২১টি ওয়ার্ড নিয়ে বগুড়া পৌরসভা গঠিত। নির্বাচনে এই পৌরসভায় মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে।
বগুড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৮৭৪ জন।
নাসির আহমেদ, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে ভোটারেরা ভোট দিচ্ছেন।
এই পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভা নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৭টি। এ ছাড়া মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : ইভিএমের মাধ্যমে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।
এবার জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার জয়পুরহাট পৌরসভায় মোট ভোটার ৫২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ জন ও পুরুষ ভোটার ২৫ হাজার ৬১৭ জন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনি মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমসহ সার্বক্ষণিক নজরদারির দায়িত্বে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : নরসিংদী পৌরসভায় স্থগিত হওয়া চারটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও আশপাশের এলাকায় র্যাব, পুলিশ, বিজিপি, আনসার, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্সের সদস্যেরা মাঠে রয়েছেন।
সকাল থেকে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ভোটগ্রহণে ধীরগতি চলছে বলে অভিযোগ করেছেন একাধিক ভোটার। এবার এই চারটি কেন্দ্রে নয় হাজার ১৩৭ জন ভোটার রয়েছেন।
এর আগে গত ১৪ ফ্রেব্রুয়ারি নরসিংদী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ইউএমসি আদর্শ বিদ্যালয়, বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ চারজন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী আমজাদ হোসেন বাচ্চু এখন পর্যন্ত পেয়েছেন ১৮ হাজার ৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রাথী এস এম কাইয়ুম সরকার পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ ভোট। এ ছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৯ হাজার ৬৩০ ভোট।