অশ্বিন এখন বিশ্বসেরা স্পিনার
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত বল করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। বোলারদের তালিকায় চার ধাপ উন্নতি হয়েছে তাঁর। ঢুকে পড়লেন সেরা তিনে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং অনুয়ায়ী অশ্বিন এখন বিশ্বের তিন নম্বর টেস্ট বোলার।
আইসিসি ডটকমের খবর অনুযায়ী, বোলারদের সেরা দশে অশ্বিন এই মুহূর্তে একমাত্র স্পিনার। তাই এখন তাঁকে বিশ্বের সেরা স্পিনার বলা যায়। তবে এক ধাপ পিছিয়ে গেছেন জসপ্রীত বুমরাহ। এখন নয় নম্বরে রয়েছেন তিনি।
অক্ষর প্যাটেল অভিষেক টেস্টের পারফরম্যান্স দিয়ে ৬৮ নম্বরে থেকে আইসিসি ব়্যাঙ্কিংয়ে যাত্রা শুরু করেছিলেন। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়ে ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে ৩০ ধাপ উন্নতি করলেন। তিনি এখন তালিকার ৩৮ নম্বরে।
ব্যাটসম্যানদের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করলেন রোহিত শর্মা। ব্যাটসম্যানদের তালিকার সেরা দশে ঢুকে পড়েছেন তিনি। ছয় ধাপ উন্নতি করে হিটম্যান অবস্থান আছেন আট নম্বরে। টেস্টে এটি তাঁর ক্যারিয়ারের সেরা ব়্যাঙ্কিং।
ব্যাটসম্যানদের সেরা দশে বিরাট কোহলি পাঁচ নম্বর জায়গা ধরে রেখেছেন। চেতেশ্বর পূজারা দুই ধাপ পিছিয়ে ১০ নম্বরে চলে গেছেন। টেস্ট অল-রাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে। আর মেহেদী হাসান মিরাজ আছেন ১১ নম্বরে।