‘হাউস নং ৯৬’ নিয়ে কুইজ খেলে টিভি ও স্মার্টফোন পেলেন দুই বন্ধু
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ নিয়ে কুইজ খেলে পুরস্কার হিসেবে টিভি ও মোবাইল ফোন পেয়েছেন নোয়াখালীর হাতিয়ার দুই বন্ধু। তাঁরা হলেন—মাসুদুর রহমান ও মো. কামরুজ্জামান। ১১ ফেব্রুয়ারি এনটিভি অনলাইন ও ডটকুইজ আয়োজিত সেই কুইজের পুরস্কার বিতরণ করা হয়েছে আজ বিকেলে এনটিভির কার্যালয়ে।
আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠানপ্রধান আলফ্রেড খোকন, অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন জুয়েল, ডটকুইজের হেড অব ডিজিটাল সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, প্রোডাক্ট ম্যানেজার চৌধুরী জারা সারোয়াত, নাটকটির পরিচালক মাহমুদুর রহমান হিমি, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ অনেকে।
এক দিনব্যাপী ওই কুইজে প্রথম পুরস্কার জিতেছেন নোয়াখালীর হাতিয়ার মাসুদুর রহমান। প্রথম পুরস্কার হিসেবে তিনি জিতেছেন ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শেষ বর্ষের ছাত্র মাসুদুর রহমান অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের কাছ থেকে পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আমার বন্ধুর মাধ্যমে এই কুইজের ব্যাপারে জানতে পারি। প্রথম পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন পেয়ে আমি খুবই খুশি। আমাদের মতো ছাত্রদের জন্য কুইজের মাধ্যমে এসব পুরস্কার জেতার সুযোগ করে দেওয়ার জন্য এনটিভি ও ডটকুইজ কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
দ্বিতীয় পুরস্কারও পেয়েছেন নোয়াখালীর হাতিয়ার মো. কামরুজ্জামান। পুরস্কার হিসেবে তিনি জিতেছেন স্মার্টফোন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শেষ বর্ষের ছাত্র পরিচালক মাহমুদুর রহমান হিমির কাছ থেকে পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে বলেন, ‘কুইজ খেলার পুরস্কার এনটিভি অফিসে এসে নিতে পেরেছি, সে জন্য ভালো লাগছে। এ ছাড়া আরও ভালো লাগছে, যাঁদের নিয়ে কুইজ খেলেছি, সেই নাটকের পরিচালক ও অভিনেত্রীর হাত থেকে এই পুরস্কার নিতে পেরেছি বলে। এনটিভি ও ডটকুইজ কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ।’
কুইজ আয়োজন প্রসঙ্গে এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘দর্শককে ডিজিটাল প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে আমাদের এই কুইজের আয়োজন। ভবিষ্যতেও আমাদের কনটেন্টের প্রতি দর্শককে আকৃষ্ট করতে এই আয়োজন আমরা অব্যাহত রাখব।’