খেতাব কেড়ে নেওয়া জামুকার কাজ নয় : নজরুল
‘জামুকা বিএনপির আমলে গঠিত। তার গেজেটে খেতাব শব্দটা পর্যন্ত নেই। খেতাব নিয়ে কাজ করার কোনো কিছুই জামুকার নেই। তাদের কাজ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা। মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কাজ করা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা। আর তারা এখন খেতাব নিয়ে কাজ করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ময়মনসিংহ বিভাগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির নেতা আরও বলেন, ‘জিয়াউর রহমান তাঁর জীবনে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করেননি। যাঁরা মহান মুক্তিযুদ্ধের অসীম সাহসী খেতাব পেয়েছেন, তাঁরা পরে যদি অপরাধ করেন তাঁর শাস্তি হবে। কিন্তু ওই সময়ে যাঁরা খেতাবপ্রাপ্ত, আপনি সেটা কেড়ে নিবেন কীভাবে? সেটি কি কারো দয়ার দান? এটা করার কারণে কী হচ্ছে? আপনি মুক্তিযুদ্ধকে অপমান করছেন। যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের অপমান করছেন। বিএনপি মনে করে জিয়াউর রহমানকে যদি অস্বীকার করতে পারেন, তাহলে বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা নেই—যাঁদের আপনারা সম্মান করবেন।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সচিব শামা ওবায়েদ ও বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বক্তব্য দেন।
এ সময় ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, এ কে এম মাহবুবুল আলমসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।