রাজশাহীতে ‘নিষ্ক্রিয় গ্রেনেড’টি র্যাব হেফাজতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পড়ে থাকা গ্রেনেডটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিজেদের হেফাজতে নিয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গ্রেনেডটি পুলিশ রশি দিয়ে ঘিরে রাখে। পুলিশ জানিয়েছে, গ্রেনেডটি নিষ্ক্রিয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, কেন্দ্রীয় মসজিদ চত্বরে সকাল থেকেই যে গ্রেনেডটি পড়ে ছিল সেটি আসলে একটা নিষ্ক্রিয় গ্রেনেড। র্যাব ৫-এর বোমা বিশেষজ্ঞ দল জয়পুরহাটে অবস্থান করায় সেটা আসলে নিষ্ক্রিয় ছিল কি না তা জানা সম্ভব ছিল না। র্যাবের বোমা বিশেষজ্ঞ দল সন্ধ্যায় এসে মসজিদ চত্বর থেকে গ্রেনেডটি নিজেদের হেফাজতে নিয়ে গেছে।’
ওসি হুমায়ুন কবির আরো বলেন, ‘তবে এটা কারা রেখেছে সেটা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’