গাপটিল ঝড়ে সিরিজ নিউজিল্যান্ডের
পরপর দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে লড়াইয়ে ফিরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ম্যাচে আর ছন্দ ধরে রাখতে পারল না। ঝোড়ো ইনিংসে অস্ট্রেলিয়াকে উড়িয়ে নিউজিল্যান্ডকে সিরিজ উপহার দিলেন মার্টিন গাপটিল।
ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সবমিলিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল কেইন উইলিয়ামসনের দল। ব্যাট হাতে ৭১ রানের ম্যাচজেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন গাপটিল।
এদিন আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৪২ রানে থামিয়ে দেয় নিউজিল্যান্ড। ইশ সোধি, ট্রেন্ট বোল্টদের দুর্দান্ত বোলিংয়ে বেশি সময় উইকেটে থিতু হতে পারেননি অসি ক্রিকেটারেরা। সর্বাধিক ৪৪ রান করেন ম্যাথু ওয়েড। ৩৬ রান আসে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয়ে নিউজিল্যান্ড। মাত্র ৪৬ বলে ৭১ রানের ইনিংস খেলেন গাপটিল। প্রথমবার ওপেন করতে নেমে বাঁহাতি কনওয়ে করেন ২৮ বলে ৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৪২/৮ (ফিলিপি ২, ফিঞ্চ ৩৬, ওয়েড ৪৪, ম্যাক্সওয়েল ১, স্টয়নিস ২৬, অ্যাগার ৬, মার্শ ১০, জাই রিচার্ডসন ৪, কেন রিচার্ডসন ২*; সাউদি ৪-০-৩৮-২, স্যান্টনার ৪-০-২১-০, বোল্ট ৪-০-২৬-২, চাপম্যান ২-০-৯-১, সোধি ৪-০-২৪-৩, ফিলিপস ২-০-২১-০)।
নিউজিল্যান্ড : ১৫.৩ ওভারে ১৪৩/৩ (কনওয়ে ৩৬, গাপটিল ৭১, উইলিয়ামসন ০, ফিলিপস ৩৪*, চাপম্যান ১*; অ্যাগার ৪-০-২৬-০, মেরেডিথ ৪-০-৩৯-২, জাই রিচার্ডসন ৩-০-১৯-১, কেন রিচার্ডসন ২-০-১৬-০, জ্যাম্পা ২.৩-০-৪৩-০)।
ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মার্টিন গাপটিল।
ম্যান অব দা সিরিজ : ইশ সোধি।