ব্যাংককের হাসপাতালে বেসবাবা সুমন
দীর্ঘদিন অসুস্থ থাকা বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন) চেকআপের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামিতিভেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন এই সংগীত তারকা নিজেই।
এদিকে, দেশের একটি গণমাধ্যমে বেসবাবা সুমনের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে জানানো হয়েছে, পর্যবেক্ষণের জন্য আইসিইউতে আছেন তিনি।
তবে এ প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘বেসবাবা সুমনের স্পাইনাল কর্ডের ব্যথা বেড়েছে। চেকআপের জন্য ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি আইসিইউতে আছেন, এমন তথ্য আমার জানা নেই। আজ বিকেলে তাঁর সবশেষ শারীরিক অবস্থা জানাতে পারব।’
জানা গেছে, একটি অস্ত্রোপচারের জন্য বেসবাবা সুমনের জার্মানি যাওয়া প্রয়োজন ছিল। চিকিৎসকের সাক্ষাৎ-তারিখ নেওয়ার পরেও করোনার কারণে সেটা সম্ভব হয়নি গেল বছরের মার্চ থেকে এ পর্যন্ত। অবশেষে জটিলতা বাড়ায় তাঁকে ব্যাংককে নেওয়া হয়েছে।
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। বাংলাদেশের অন্যতম সেরা বেস গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তাঁর রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।