খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপিকে রাজনীতি না করার অনুরোধ তথ্যমন্ত্রীর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি না করতে দলটির নেতাদের অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তাঁর দলের এত বিদেশপ্রীতি কেন? প্রশ্নটা হচ্ছে সেখানে। বিদেশেই নিয়ে যেতে হবে এই প্রশ্ন কেন? চিকিৎসা তো বাংলাদেশেও আছে। তাঁর (খালেদা জিয়া) যে শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে, এগুলো বহু বছরের পুরোনো অসুবিধা।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফয়েস লেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে আর্থ্রাইটিস সমস্যা সেটা ২০ বছরের পুরোনো সমস্যা। সেই সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। একই সমস্যাকে বারবার ঘুরিয়ে দেখানো, এটি তো সমীচীন নয়। এজন্য আমি বিএনপিকে অনুরোধ জানাব, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, হাঁটু বা কোমরের ব্যথা নিয়ে রাজনীতি না করার জন্য।’
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যতো বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে, যতো বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের তরুণ ও যুবকরা সম্পৃক্ত হবে, ততো বেশি তাদের মননশীলনতার বিকাশ ঘটবে। একইসঙ্গে তরুণরা যে মাদক ও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে তা থেকে রক্ষা পেতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি ভূমিকা রাখবে। আমরা বিশ্লেষণ করে দেখেছি, যেসব অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত তথ্য সচিব মিজান উল আলম, নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার বক্তব্য দেন।