বান্দরবানে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ
বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে কুমিল্লার এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ শহরের সাঙ্গু ব্রিজের পাশের একটি আবাসিক হোটেলের ২০২ নম্বর রুম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যবসায়ী ফখরুল ইসলাম (২৭) কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশের তথ্যমতে, ব্যবসায়ী ফখরুল গত ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা থেকে বান্দরবানে আসেন। তারপর থেকে তিনি বান্দরবানেই অবস্থান করছিলেন। ডাকাডাকির পরও তাঁর সাড়া না পাওয়ায় পুলিশের খবর দেওয়া হয়।