রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে আহত ৫
রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে প্রকল্পটির পাঁচজন কর্মী আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন চীনা নাগরিক এবং দুজন বালাদেশি।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
ওসি দাদন ফকির বলেন, ‘বিমানবন্দর এলাকার রাস্তার পূর্ব পাশের মনোলোভা রেস্তোরাঁর পাশে গার্ডার ধসে পড়ে। সে সময় শ্রমিকরা কাজ করছিলেন। তারপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারা এখন সেখানে চিকিৎসাধীন।’
এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এনটিভি অনলাইনকে বলেছেন, ‘আমরা ১০টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর জানতে পারি। তারপর সেখানে আমাদের লোকজন গিয়ে দেখে, আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’