মানুষ ভালো না থাকলেও বলা যাবে না : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকারের আমলে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়লেও দেশের মানুষ নাকি ভালো আছে! দেশের মানুষ যে ভালো নেই, সে কথাও বলা যাবে না। বললেই সরকার পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে। ন্যায্য কথা বললেই মুশতাকের মতো অবস্থা হবে।’
আজ রোববার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
বিএনপির নেতা বলেন, ‘চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে কয়েক গুণ। তারপরও সরকার বলে, মানুষ নাকি ভালো আছে। মানুষ যে কাতরাচ্ছে, মানুষ যে অনাহারে আছে, অর্ধাহারে আছে, তা বলা যাবে না।’
এ সময় লেখক মুশতাক আহমেদের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘আজ কথা বলতে গেলে তাঁর অবস্থা হবে মুশতাকের মতোই। নির্যাতনে পুলিশি হেফাজতে তাঁর জীবন চলে গেল। সাদা পাঞ্জাবি-পাজামা পরে তিনি জেলে গেলেন, আর ফিরলেন সাদা কাফনের কাপড় পরে। এ ঘটনা কিন্তু এই সরকারের আমলেই হয়েছে।’
সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশীদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মাঈনুল ইসলাম খান শান্ত, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর প্রমুখ।
দীর্ঘ ১৯ বছর পর আজ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০১৯ সালের ১ মে ৬৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।