টঙ্গীতে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চেরাগআলী মার্কেট এলাকার একটি সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম (৩২) নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন।
নিহতরা হলেন জামালপুরের সামছুল সরকারের ছেলে সোহাগ সরকার (২৫), ও একই এলাকার পূর্বদীঘলি গ্রামের মো. রসুলের ছেলে মো. সুমন (৪০)।
এলাকাবাসী জানায়, গত তিনদিন ধরে ১৪ থেকে ১৫ জন শ্রমিক ওই বৈদ্যুতিক টাওয়ারে তার খোলার কাজ করছিল। বৈদ্যুতিক তার খোলার জন্য তিনজন শ্রমিক টাওয়ারে উপরে ওঠে। ওই সময় অন্য শ্রমিকরা নিচ থেকে তার টানছিল। এ সময় হঠাৎ স্টিলের পুরানো টাওয়ারটি ভেঙে পড়ে। এতে উপরে থাকা তিন শ্রমিক টাওয়ারের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সোহগ নামের এক শ্রমিক নিহত হন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সুমন নামের আরও এক শ্রমিক মারা যান। আহত আরেক শ্রমিক সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ডেসকোর ঠিকাদার শওকত আলী বলেন, ‘সব ধরনের সেফটি ব্যবস্থা থাকার পরও বৈদ্যুতিক টাওয়ারটি কেন ভেঙে পড়েছে তা বুঝতে পারছি না।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।’