শেখ মুজিব সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন : মালদ্বীপের প্রেসিডেন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমান সবার হৃদয়ে সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। শেখ মুজিবুর রহমান দক্ষিণ এশিয়ার অন্যতম একজন নেতা যিনি তাঁর দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মালদ্বীপের প্রেসিডেন্ট এ কথা বলেন।
ইব্রাহিম মোহামেদ বঙ্গবন্ধুর জীবনের অধিকাংশ সময় কারাবরণের কথা স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন, বঙ্গবন্ধুর পেশ করা ৬ দফা ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, যা পরবর্তীতে ইউনেসকো ডকুমেন্টারি হেরিটেজ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়েছে, অনুবাদ হয়েছে ১২টি ভাষায়।
মালদ্বীপের প্রেসিডেন্ট আজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির প্রশংসা করনে। এ ছাড়া তিনি বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি বাংলাদেশের একটি চিকিৎসক দল মালদ্বীপ সফর করে। সেই প্রসঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, চিকিৎসার উন্নয়নে বাংলাদেশের চিকিৎসক দলের মালদ্বীপ সফর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ একসঙ্গে কাজ করবে বলেও জানান ইব্রাহিম মোহামেদ সলিহ।
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, তাঁর দেশে প্রবাসী হিসেবে সবচেয়ে বেশি বাংলাদেশের নাগরিক কাজ করছে। আর এই বড় জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনার টিকা দেবে তাঁর সরকার।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদকে মালদ্বীপে সফর করার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করেন ইব্রাহিম মোহামেদ সলিহ।
‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ থিম নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান থেকে আজ বিকেল থেকে শুরু হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা’র ধারণ করা ভিডিও বার্তা প্রচার করা হয়। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালির বক্তব্য প্রচার করা হয়।
ভিডিও বার্তায় এসব দেশের সরকার প্রধানরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রপতি শি জিন পিং বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাংলাদেশের সঙ্গে কানাডার সম্পর্ক বহু পুরোনো।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাস্টিন ট্রুডো প্রথম তাঁর বাবার সঙ্গে ঢাকায় এসেছিলেন। তখন ট্রুডোর বাবা কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। আজ ভিডিও বার্তায় জাস্টিন ট্রুডো সেই সফরের কথাও স্মরণ করেন।