চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কে কার প্রতিপক্ষ
সুইজারল্যান্ডের নিওঁতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র। এবারের কোয়ার্টার ফাইনাল বেশ জমজমাট হতে চলেছে। শেষ আটে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলকে পেয়েছে স্পেনের জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে গতবারের দুই ফাইনালিস্টের এবার দেখা হচ্ছে শেষ আটেই। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে পেল প্যারিসের ক্লাব পিএসজি। শেষ আটের অন্য দুটি ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড, আর চেলসির বিপক্ষে খেলবে পোর্তো।
রিয়াল ও লিভারপুলের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে খেলবে পোর্তো-চেলসি মধ্যে জয়ী দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে পিএসজি ও বায়ার্নের মধ্যে জয়ী দল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি বা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
এর আগে শেষ ষোলোতে আটলান্টাকে হারিয়ে শেষ আটের টিকেট পায় রিয়াল মাদ্রিদ। গত আসরে চমকে দেওয়া লাইপজিগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল।
অন্যদিকে শেষ ষোলোতে বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টারের টিকেট পায় পিএসজি। আর লাৎসিওকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে উড়িয়ে উঠেছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
শেষ ষোলোতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়েছে ম্যানসিটি। আর অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে জায়গা করে নেয় চেলসি। জুভেন্টাসকে বিদায় করে শেষ আটে উঠে পোর্তো।
আগামী ৬ ও ৭ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ফিরতি লেগ হবে ১৩ ও ১৪ এপ্রিল। ২৭ ও ২৮ এপ্রিল হবে সেমিফাইনালের প্রথম লেগ। ফিরতি লেগে হবে ৪ ও ৫ মে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনাল।