গাজীপুরে আগুনে কলোনির ২৪ ঘর পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কলোনিতে আগুন অন্তত ২৪টি ঘরের আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় মানিক মিয়া নামের একজন আহত হয়েছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনির ভাড়াটিয়া দুলালী বেগমের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন কলোনির অন্তত ২৪টি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহত মানিক মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।