৪৩তম জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা রানির
রানি মুখার্জির ৪৩তম জন্মদিনে ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ফিচার ড্রামায় কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ইন্ডিয়া টুডের খবর, রানির নতুন সিনেমা পরিচালনা করবেন অশিমা চিবার এবং প্রযোজনা করছে জি স্টুডিয়োস ও স্থানীয় এমে এন্টারটেইনমেন্ট।
তবে সিনেমাটির প্লট সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম বলছে, সিনেমাটি ২০১১ সালে সংঘটিত ভারতীয় এক যুগলের বিতর্কিত সত্য ঘটনা অবলম্বনে। নরওয়ের একটি দাতব্য সংস্থা তাঁদের সন্তানদের নিয়ে গিয়েছিল। সিনেমাটি হবে নারীকেন্দ্রিক।
গতকাল ২০ মার্চ ছিল রানির জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন তিনি বলিউডে ২৫ বছর পূর্ণ করেছেন।
১৯৯৬ সালে বাংলা চলচ্চিত্র ‘বিয়ের ফুল’ দিয়ে এ অঙ্গনে অভিষেক রানি মুখার্জির। তখন তাঁর বয়স মাত্র ১৬। একই বছর হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বরাত’-এ দেখা যায় তাঁকে। সাত বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন রানি। ‘যুব’, ‘ব্ল্যাক’, ‘মর্দানি’, ‘মর্দানি টু’ ও ‘হিচকি’ সিনেমার জন্য বিখ্যাত তিনি।
রানি মুখার্জিকে আগামীতে ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমায় দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদি ও শর্বরী বাঘ।