দুই মামলায় মেয়র এম এ মান্নানের জামিন
নাশকতার দুটি মামলায় গাজীপুর সিটি কপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রোববার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, এম এ মান্নানের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। এর আগে তিনি ১৫টি মামলায় জামিন পেয়েছিলেন। এই দুই মামলায় জামিন পাওয়ার মাধ্যমে তাঁর মুক্তিতে আর কোনো বাধা রইল না।
মামলার বিবরণে জানা যায়, নাশকতার অভিযোগে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি কালিয়াকৈর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা ও গত ৩১ জানুয়ারি টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁকে আজ হাইকোর্ট জামিন দেন।
গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হয়ে মেয়র মান্নান বর্তমানে কারাগারে রয়েছেন।
তাঁর অবর্তমানে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এম এন মান্নানকে বরখাস্ত করে। এম এ মান্নান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। গত ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।