জন্মদিনে ভালোবাসায় সিক্ত সাকিব
বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের পেছনে অন্যতম একজন তিনি। দেশের ক্রিকেটের অনেক ইতিহাসের শুরু যাঁর হাত ধরে। ব্যক্তিগত পারফরম্যান্সেও যিনি বিশ্বসেরাদের একজন। সেই অনন্য সাকিব আল হাসানের জন্মদিন আজ। তেত্রিশ বসন্ত পার করে চৌত্রিশে পা রেখেছেন। বিশেষ দিনে ক্রীড়াঙ্গন ও ভক্ত-সতীর্থদের ভালোবাসায় সিক্ত দেশসেরা ক্রিকেটার।
১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। মাগুরায় জন্ম নেওয়া ছোট্ট সাকিব দিনে দিনে হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। যার শুরুটা ২০০৬ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে দিয়ে প্রথম বাংলাদেশের জার্সি গায়ে জড়ান সাকিব। ওই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাকিবের অদম্য পথ চলছে দুর্দান্ত গতিতে। বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রাণভোমরা তিনি। খেলে বেড়াচ্ছেন সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সব মিলিয়ে দুর্দান্ত ক্রিকেটের পরিপূর্ণ প্যাকেজ বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারের জন্মদিনে পরিবারের সঙ্গে নেই সাকিব। যুক্তরাষ্ট্রে আছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। তবে বোনের সঙ্গে এরই মধ্যে জন্মদিনের কেক কেটেছেন সাকিব। এরপর জন্মদিনের শুরুটা করেন মিরপুর শেরেবাংলায় অনুশীলন দিয়ে।
বিশেষ দিনে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সাকিব। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘সর্বোচ্চ উইকেট শিকারি এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার প্লাস রান এবং ৫০০ প্লাস উইকেট শিকারি তিনজন খেলোয়াড়ের একজন। একজন অলরাউন্ডার সুপারস্টার, বাংলাদেশের সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।’
সাকিবের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সঙ্গে লিখেছে, ‘কেকেআর ক্যাম্প তোমার (সাকিব) জন্য অপেক্ষা করছে।’
সতীর্থ তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশের পতাকার ধারণ করা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।’
ইমরুল কায়েস নিজের ফেসবুকে লিখেছেন, ‘একজন সেরা ক্রিকেটার, সতীর্থ, বন্ধু এবং বাংলাদেশ ক্রিকেটের আদর্শ সাকিব আল হাসান। জন্মদিনের শুভেচ্ছা।’
অফিস্পিনার নাঈম হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। আপনার সমৃদ্ধ জীবন কামনা করছি এবং আপনার সাথে আরও ম্যাচ খেলার আশা করছি।’
তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘যে মানুষটি লক্ষ লক্ষ স্বপ্নকে অনুপ্রাণিত করেছিল তাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভকামনা, সাকিব ভাই।’
নারী দলের পেসার জাহানারা আলম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য এবং আরও অনেক সাফল্য দান করুন।’