দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে : মোদি
‘দিদি আপনারা এবারের ভোটে খেলা খেলুন, আমরা খেলা করব না। আমরা মানুষের সেবা করব। বিজেপির একটাই মন্ত্র- গরিবের উন্নয়ন, গরিবের বাড়ি, গরিবের সম্মান। দিদি, বাংলার মানুষ আপনার খেলা বুঝে গেছে।’ আজ বুধবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে দাঁড়িয়ে এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারের ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে গত ১০ মার্চ এই নন্দীগ্রামে দুর্ঘটনায় পড়ে পায়ে আঘাত পান মমতা। যদিও প্রাথমিকভাবে মমতা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। ওই ঘটনাকে কটাক্ষ করে মোদি বলেন, নন্দীগ্রামের বদনাম করার জন্য একের পর এক মিথ্যা কথা বলে চলেছেন দিদি। অথচ এই নন্দীগ্রাম আপনাকে অনেক কিছুই দিয়েছে। সেই নন্দীগ্রাম মানুষেরই বদনাম করছেন আপনি। নন্দীগ্রামের মানুষ এর উত্তর দেবেন।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্য রাজ্য থেকে বাংলায় আসা বিজেপি নেতাদের এর আগে বহিরাগত বলে আখ্যা দিয়েছিলেন। মোদি এদিন তৃণমূলের বহিরাগত আখ্যা দেওয়া প্রসঙ্গে বলেন, রবিঠাকুর ও বঙ্কিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। কিন্ত মনে রাখা দরকার, আমরা সবাই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নয়। একই দেশের মানুষকে কীভাবে বহিরাগত বলা হয়? মানুষ ভোটবাক্সে এসবের জবাব দেবে বলেও জানান মোদি।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের সংকল্প সোনার বাংলা গড়ার। মোদি তীব্র আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বলেন, আম্পান ঝড়ের টাকা, চাল কে লুটে নিল? ক্ষতিগ্রস্তেরা এখনও কেন ভাঙাচোরা ঘরে বসবাস করছেন? যখন প্রয়োজন তখন দিদি দেখেন না। আর ভোট এলেই বলেন দুয়ারে সরকার। এটাই তো আপনার খেলা। পশ্চিমবঙ্গের শিশুরাও আপনার খেলা বুঝে গেছে।’
মোদি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সমস্ত প্রকল্পে কাটমানি বন্ধ করবে বিজেপি। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেবে বিজেপি। মাঝখানে দালাল, ফড়িয়া কেউ থাকবে না। কোনো তোলাবাজি থাকবে না। মোদি বলেন, ‘আগামী ২ মে দিদি চলে যাচ্ছে, বাংলায় আসল পরিবর্তন আসছে।’