এবার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হার এড়াতে চায় বাংলাদেশ।
আগামী শুক্রবার ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
প্রথম ওয়ানডেতে আট উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দুই ওয়ানডেতে হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮-এ (১৫টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি)।
প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে খোলস থেকে বেরিয়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। বড় পুঁজি পেয়ে জ্বলে উঠেছিল বোলাররাও। ম্যাচের এক পর্যায়ে ১১ ওভারে ৫৩ রানে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নেয় বোলাররা। কিন্তু বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের কারণে জয় হাত ছাড়া করে বাংলাদেশের।
২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো করতে হবে বাংলাদেশকে। তাই তৃতীয় ওয়ানডের গুরুত্ব অনেক।
শুধু হোয়াইটওয়াশ এড়ানোই নয়, সঙ্গে ১০ পয়েন্টেরও গুরুত্ব রয়েছে। যা বিশ্বকাপে সরাসরি খেলার পথে সহায়তা করবে বাংলাদেশকে।