নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নেত্রকোনার সদর উপজেলার বাঘড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম সাইফুল ইসলাম (৩৬)। তিনি নেত্রকোনায় আদালতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশ সদস্য সাইফুল মোটরসাইকেলে করে নিজ বাড়ি গৌরীপুর থেকে কর্মস্থল নেত্রকোনায় আসার পথে আজ দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চল্লিশা ইউনিয়নের বাঘড়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।