দলীয় মনোনয়ন পেলেন সায়রা মহসিন
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন।
গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সভায় ২৫ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার শেষে বোর্ড এ সিদ্ধান্ত দেয়।
মনোনয়নের খবর নিজ জেলায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। এদিকে প্রয়াত মন্ত্রীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন জানান, তাঁর বাবার মৃত্যুর পর এ পরিবারকে দল যে মূল্যায়ন করেছে, এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞ।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মহসিন আলী। তাঁর শূন্য আসনে প্রার্থিতার প্রশ্নে মন্ত্রীর সহধর্মিণী জেলা মহিলা লীগের নেত্রী সায়রা মহসিনকে ঘিরে তাঁর আসনসহ, পুরো জেলা এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। সায়রা মহসিনকে মনোনীত করার মধ্য দিয়ে দলীয় প্রধানসহ সংশ্লিষ্টরা সেই আবেগকেই আসন্ন নির্বাচনে কাজে লাগানোর কৌশল নিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ওই নির্বাচনে বিরোধী জোট বা দলের প্রার্থী কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা একবারেই নেই।
তৃণমূল নেতা সৈয়দ মহসিন আলীর স্মৃতি ধরে রাখতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে তাঁর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে মনোনয়ন দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বিকেলে রাজনগরের গালফ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজনগর উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই সভায় নেতৃবৃন্দ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সৈয়দা সায়রা মহসিনকে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রাপ্তিতে তাঁদের সমর্থন ব্যক্ত করেন।
একই দিন আওয়ামী লীগ মৌলভীবাজার সদর উপজেলা শাখা এর অস্থায়ী কার্যালয় ৩৬ শ্রীমঙ্গল সড়ক মৌলভীবাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ ও তৃণমূল নেতাকর্মীরা সৈয়দা সায়রা মহসিনকে তাঁদের সমর্থন ব্যক্ত করেন।
গত ২৮ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে পৌর আওয়ামী লীগ মৌলভীবাজার ও মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপির রাজনৈতিক জীবনের প্রেরণাদাত্রী সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনকে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তিতে তাঁদের সমর্থন ব্যক্ত করেন।
গত ২৯ অক্টোবর শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, ১৪ নভেম্বর বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর। শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন আগামী ৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার-৩ আসনে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী আওয়ামী লীগ শাসনামলে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পান।