দেশে বইছে তাপপ্রবাহ, তিন দিন পর বৃষ্টির পূর্বাভাস
দেশের ১১ অঞ্চলে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থায় তিন দিন পর বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার এবং চাঁদপুর জেলা এবং রাজশাহী, পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিন পর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডে ও সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে রেকর্ড করা হয়েছে।