হেফাজতের হরতাল, সিলেটে যান চলাচলে বাধা
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দেশব্যাপী হরতাল আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচি পালনে আজ ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা।
ভোর থেকে হেফাজতের নেতাকর্মীরা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন।
এদিকে, হরতালের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও চলাচল করছে না বাস, যাত্রীবাহী গাড়িসহ কোনো ধরনের যানবাহন।
হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলতা ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। রোবববার ভোরে হেফাজতের নেতাকর্মীরা রাস্তায় নামার সঙ্গে পুলিশও অবস্থান নিয়েছে নগরীর বিভিন্ন স্থানে। হরতালের সমর্থনে হেফাজতের মিছিল চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্কভাবে দাঁড়িয়ে দেখা যায়। তবে হেফাজতের কর্মসূচি পালনে কোনো বাধা দিচ্ছে না পুলিশ।
অপরদিকে, পুলিশের পাশপাশি রোববার সারা দিন সিলেটে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া নগরীতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পাশপাশি আমর্ড পুলিশ এবং র্যাবও রোববার মাঠে থাকছে।