হেফাজতের হরতালে রাজধানীতে যান চলাচল কম, বিক্ষিপ্ত সংঘর্ষ
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজধানীতে চলছে হেফাজতে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হরতালকে কেন্দ্র করে আজ রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকার রাজপথে গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় কম।
রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ি এলাকায় হরতাল সফল করতে মিছিল এবং বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের কর্মীরা। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন হরতালকারীরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হরতালকারীদের।
রাজধানীর কারওয়ান বাজার, শ্যামলী, মিরপুর, মহাখালী ও উত্তরা এলাকায় সকালে স্বাভাবিকের চেয়ে কম যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও কিছুটা বেড়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিহতের প্রতিবাদে রোববার দেশজুড়ে হরতাল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ও যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ ও সরকারি দলের লোকজন।
এ ছাড়া সেদিন চট্টগ্রামের হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে হেফাজত।