বিশ্বকাপের বাছাই পর্বে জিতেছে যারা
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের জমজমাট লড়াই চলছে। গতকাল রোববার রাতে জয় তুলে নিয়েছে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন ও পোল্যান্ড।
দারুণ জয় পেয়ে বাছাই পর্বের গ্রুপ শীর্ষে উঠে গেছে জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স।
আসরের ‘সি’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে ইতালি। তারা ২-০ গোলে জিতেছে। ইতালির জয়ে একটি করে গোল করেন আন্দ্রেয়া বেলুট্টি ও ম্যানুয়েল লোকাতেল্লি। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ উঠে গেছে ইতালি।
‘জে’ গ্রুপের ম্যাচে জার্মানি ১-০ গোলে জিতেছে। তারা হারিয়েছে রোমানিয়াকে। একমাত্র গোলটি করেন সার্জ গ্নাব্রি। তারাও টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গেছে।
‘আই’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। দলের জয়ে একটি করে গোল করেন হ্যারি কেন ও ম্যাসন মাউন্ট। দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্থানে পৌঁছে গিছে ইংল্যান্ড। ‘ডি’ গ্রুপের ম্যাচে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বিজয়ী দলটির হয়ে একটি গোল করেন ওসমান ডেম্বলে। অন্যটি হয়েছে আত্মঘাতি থেকে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ফ্রান্স।
‘বি’ গ্রুপের ম্যাচে স্পেন ২-১ গোলে হারিয়েছে জর্জিয়াকে। বিজয়ী দলের হয়ে গোল করেছেন ফেরান টোরেস ও ড্যানি ওমলো।
বড় জয় পেয়েছে সুইডেন ও পোল্যান্ড। সুইডেন ৩-০ গোলে কোসোভো এবং পোল্যান্ড একই ব্যবধানে হারিয়েছে আনডোরাকে।