আলোচনা করতেই হবে : সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। আলোচনা করতেই হবে। কথা বলতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব না।
urgentPhoto
আজ সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেখানে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জন্মদিন উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আশা করি বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে। উনি কনস্ট্রাকটিভ পলিটিক্সে (গঠনমূলক রাজনীতি) আসবেন। ভাঙচুরের উদ্যোগ গ্রহণ করবেন না। তাহলেই কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না হলে কোনো আলোচনাই আপনার ফলপ্রসূ হয় না।’
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘দুই দেশ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময় কিন্তু কোনো আলোচনা হয় না। তারা আবার সন্ধি করে। সিজ ফায়ার (অস্ত্র বিরতি) করে তখন আবার আলোচনা করে। আশা করি বেগম খালেদা জিয়া এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। আমরা এ দেশে সাধারণ নির্বাচন চাই এবং আগামী নির্বাচন হবে। আশা করি সেটা অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং এই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের সবারই। আশা করি, আপনারা সহযোগিতা করবেন আমাদের।’
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল নেতা-কর্মী ব্যানার, ফ্যাস্টুন নিয়ে অংশ নেয়।