ঘরের মাঠে জার্মানির অঘটন
জার্মানির মাঠে স্বাগতিকদের চমকে দিল নর্থ মেসিডোনিয়া। ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখেও হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানি।
গতকাল বুধবার ২০২২ কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে নর্থ মেসিডোনিয়া। আসরে এটাই জার্মানির প্রথম হার। এর আগে প্রথম দুই ম্যাচে প্রথমে আইসল্যান্ডের বিপক্ষে জিতেছে। পরে জয় তুলে নিয়েছে রোমানিয়ার বিপক্ষে।
অন্যদিকে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল নর্থ মেসিডোনিয়া। নিজেদের প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে হারের পর লিখটেনস্টাইনের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি।
এদিন বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে ভীতি ছড়াতে পারেনি জার্মানি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে আচমকা গোল খেয়ে বসে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। আলিওস্কির ক্রস প্রথমে নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে আড়াআড়ি বাড়ান বার্ধি। সেখানে ছিলেন গোরান পানদেভ; সুযোগ হাতছাড়া না করে গোল আদায় করে নেন তিনি।
৬৩তম মিনিটে জার্মানিকে সমতায় ফেরান ইলকাই গিনদোয়ান। স্পট কিক থেকে গোলটি করেন তিনি। কিন্তু সমতায় থাকার স্বস্তি ধরে রাখতে পারেনি জার্মানি। ম্যাচের ৮৫ মিনিটে এলজিফ এলমাসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নর্থ মেসিডোনিয়া।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্মেনিয়া। ছয় করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে উঠেছে নর্থ মেসিডোনিয়া। তৃতীয় স্থানে জার্মানি।