গাজীপুরে হেফাজতকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও মুসল্লিসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষ ঘটে।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে হেফাজতকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জবাবে হেফাজত কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জিএমপির জেলা প্রশাসক জাকির হোসেন জানান, পুলিশ সড়ক অবরোধকারী হেফাজত কর্মীদের শতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।