লকডাউনকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের চাপ দেখা দিয়েছে। আজ রোববার সকাল থেকেই যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন।
ঘাটের ফেরিগুলোতে চাপ কিছুটা কম থাকলেও নৌরুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। এদিকে, ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে উদাসীনতা।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চালু রয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হাফিজুল ইসলাম বলেন, ‘চাপ কিছুটা বেড়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরিধান ও সচেতনতায় কাজ করছি।’